অনুমতি দিলেই ফ্লাইট চালাবে বিমান 

অনুমতি দিলেই ফ্লাইট চালাবে বিমান 

ঢাকা: সৌদি আরব ফ্লাইট পরিচালনার অনুমতি দিলেই দেশটিতে ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

 

এতে বলা হয়, সৌদি কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী বিমান ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়। কিন্তু সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। দেশটির সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে। সৌদি গমনেচ্ছুদের যাত্রার তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে।

বিস্তারিত তথ্য বিমান ওয়েবসাইট www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৭৭৭৭১৫৬১৩-১৬ যোগাযোগ করে জানা যাবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবের তিন গন্তব্য রিয়াদ, জেদ্দা ও দাম্মামে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটের শিডিউল ঘোষণা করেছিল বিমান। কিন্তু ঘোষণার একদিন পরই সৌদি আরব কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি বলে জানালো সংস্থাটি।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

২৬ দিনে প্রবাসী আয় ২৩ হাজার ৩৯২ কোটি টাকা

সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে