২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সংস্থাটি মনে করছে, এটি করোনা (কোভিড-১৯) মহামারির মধ্যে দেশের অর্থনীতির পুনরুদ্ধার প্রবণতার ইঙ্গিত।
আজ মঙ্গলবার এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০২০-এর হালনাগাদ প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ দেয়া হয়েছে।
কী কারণে অর্থনীতির পুনরুদ্ধারের প্রবণতা?
ম্যানুফ্যাকচারিং খাতের শক্ত ভিত্তি এবং রফতানি গন্তব্যগুলোতেও প্রবৃদ্ধিতে গতি আসার কারণে দেশের অর্থনীতিতে এই ক্রমান্বয়ে পুনরুদ্ধার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে প্রতিবেদন বলা হয়েছে।
এছাড়া ২০২০-২১ অর্থবছরে দেশে মূল্যস্ফীতি সহনশীল মাত্রায় ৫.৫% থাকবে বলে আশা করছে সংস্থাটি। সেই সঙ্গে বাণিজ্য ঘাটতিও কমে ১ দশমিক ১ শতাংশে নেমে আসতে পারে বলে সংস্থা পূর্বাভাস।
এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় সরকারের বিচক্ষণতা এবং দ্রুততার সঙ্গে প্রণোদনা পরিকল্পনার বাস্তবায়নই এই সম্ভাব্য প্রবৃদ্ধি ধরে রাখার মূল চাবিকাঠি।