করোনাভাইরাস এশিয়ার অর্থনৈতিক উন্নয়নকে মহাসংকটের দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)। সংস্থাটি বলছে, গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো বড় ধরনের আঞ্চলিক অর্থনৈতিক মন্দা দেখছে এশিয়া।
এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০২০ এর হালনাগাদ প্রতিবেদন আজ মঙ্গলবার করেছে এডিবি। এ প্রতিবেদনে বলা হয়েছে, ছয় দশকের মধ্যে সর্বাধিক আঞ্চলিক অধোগতি দেখছে ‘উন্নয়নশীল এশিয়া’ খ্যাত এ অঞ্চলের ৪৫ দেশ। ২০২০ সালে এই অঞ্চলের অর্থনীতি শূন্য দশমিক ৭ শতাংশ সঙ্কুচিত হবে। তবে ২০২১ সালে এই অঞ্চলের অর্থনীতির প্রবৃদ্ধি আগের ধারায় ফিরে আসবে এবং পরের বছর ৬ দশমিক ৮ শতাংশ হারে বাড়বে।
প্রতিবেদনে এশিয়া অঞ্চলের পূর্বাভাসকৃত জিডিপি প্রবৃদ্ধি দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে বলা হয়েছে।
এক বিবৃতিতে এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুয়ুকি সাউয়াদা বলেন, এ বছরের বাকি সময় বেশ ভুগবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশের অর্থনীতি।