কক্সবাজার: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে রুবেল শর্মা নামে টেকনাফ থানার আরও এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানো।
কক্সবাজার র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) রুবেল শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে সিনহা হত্যায় সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
গত ৩১ জুলাই রাতে টেকনাফ থেকে কক্সবাজারের ফেরার পথে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। এ ঘটনায় গত ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী, ওসিসহ নয় জনকে আসামি করে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত আট পুলিশ, তিনজন এপিবিএন সদস্য ও তিন সাক্ষীকে গ্রেফতার করা হয়েছে।