ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলকে অনিরাপদ করে তোলার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল।
তিনি গতরাতে প্রেসিডেন্ট ও বিচার বিভাগের প্রধানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
কলিবফ আরও বলেন, আমেরিকা ও ইসরায়েল পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোকে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য জোরজবরদস্তি করছে। তারা গোটা অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে দিতে চায়। এ সময় তিনি দখলদার ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্থাপনের নিন্দা জানান।
এছাড়া প্রেসিডেন্ট রুহানি বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, দেশের তিন বিভাগের প্রধানের মধ্যে বৈঠকে পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং মার্কিন ও ইহুদিবাদী চক্রের অশুভ পরিকল্পনার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। ষড়যন্ত্র মোকাবেলার বিষয়টিও স্থান পেয়েছে।