নিক লি করোনামুক্ত , সাইফ শঙ্কামুক্ত নন

নিক লি করোনামুক্ত , সাইফ শঙ্কামুক্ত নন

করোনা থেকে মুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান ট্রেনার নিক লি। গত ৮ সেপ্টেম্বর করোনা পরীক্ষায় তিনি ও তরুণ ওপেনার সাইফ হাসান করোনায় আক্রান্ত হন।

 

রোববর (১৩ সেপ্টেম্বর) নিক লি’র করোনা মুক্তির খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তবে ওপেনার সাইফ হাসানের এখনও দ্বিতীয় করোনা পরীক্ষা হয়নি। তার শারীরিক অবস্থা আরেকটু উন্নত হলে আবারও করোনা পরীক্ষা করানো হবে।

দেবাশীষ চৌধুরী বলেন, ‘গতকাল (শনিবার) আমরা নিক লির কোভিড টেস্ট করিয়েছি। ফলাফল ভালো, নেগিটিভ এসেছে তার। আর সাইফ হাসানের পরীক্ষা আমরা এখনও করিনি। ওর শারীরিক পরিস্থিতি ভালো না। ভালো হলে আবার করোনা পরীক্ষা করানো হবে। ’

গত ১৯ জুলাই থেকে জাতীয় দলের ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করেন। পরে ইয়াকুব আলী নামের এক ট্রেনার করোনায় আক্রান্ত হলে অনুশীলন সাময়িকভাবে বন্ধ করে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করায় বিসিবি। তখনই সাইফ ও নিক লির করোনা আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

‘মানসিক অবস্থার’ জন্য আফগানিস্তান সিরিজে খেলতে চান না সাকিব

অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত