শ্বাসরুদ্ধকর ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দারুণভাবে জিতে নিলেন নাওমি ওসাকা। ভিক্টোরিয়া আজারেঙ্কাকে নারীদের ইউএস ওপেনের ফাইনালে তিন সেটের খেলায় ১-৬, ৬-৩ ও ৬-৩ গেমে হারান এই তরুণী।
নারী চতুর্থ বাছাই ওসাকা এ নিয়ে তৃতীয়বার গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। আর তিন বছরে দ্বিতীয়বার ইউএস ওপেন শিরোপা ঘরে তুললেন। এছাড়া ২০১৯ সালে জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন।
অপরদিকে বেলারুশের তারকা আজারেঙ্কা এনিয়ে তিনবার ইউএস ওপেনের ফাইনালে উঠলেও শিরোপা ছোঁয়া হয়নি। এর আগে ২০১২ ও ২০১৩ সালে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলেছিলেন তিনি। আর ২০১৩ সালের পরই এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন।
রোমাঞ্চকর ফাইনালের এদিন প্রথম সেটে দাপট দেখিয়ে ১-৬ গেমে জিতে নেন আজারেঙ্কা। প্রতিপক্ষ ওসাকা দ্বিতীয় সেটেও ৩-০তে পিছিয়ে ছিলেন। তবে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। পরের ১২টি গেমের ১০টিই জিতে শিরোপায় চুমু খান।