নদী ভাঙন রোধ করা হবে

নদী ভাঙন রোধ করা হবে

ব‌রিশাল: মেহেন্দিগঞ্জ-হিজলা উপজেলার নদী ও নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, সুপরিকল্পিত ড্রেজিং এর মাধ্যমে নদী ভাঙন রোধ করা হবে। নদী ভাঙনের ফলে প্রতিবছর বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ শত শত একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়।

 

‘খুব শিগগিরই নদী ভাঙন রোধে নদী ড্রেজিং এর করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করেন! সকল ষড়যন্ত্র ভেদ করে মানুষের অধিকার আদায় করেছেন শেখ হাসিনা। ’

নৌপরিবহন প্রতিমন্ত্রী শনিবার (১২ সে‌প্টেম্বর) দুপুরে হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদী পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ, বরিশাল জেলা প্রশাসক মোঃ অজিয়র রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের নেতৃবৃন্দ, হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি