ইউএনওর ওপর হামলা: ৬ দিনের রিমান্ডে রবিউল 

ইউএনওর ওপর হামলা: ৬ দিনের রিমান্ডে রবিউল 

দিনাজপুর: সরকারি বাসভবনে প্রবেশ করে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় আটক রবিউল ইসলামকে (৪৩) ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত-৭) ইসমাইল হোসেন এ রায় দেন।

 

আটক রবিউল দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে। শনিবারই রবিউলকে আটক করা হয়।

দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন বাংলানিউজকে বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে আটক রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

আ. লীগসহ ১১ দলের রাজনীতি নিয়ে রিট চালাবেন না সমন্বয়করা