শেরপুর: দুর্নীতির অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা ও অপর দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ এসেছে বলে জানিয়েছে শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক।
একই অভিযোগে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল এনাম চাঁন, ও (৭, ৮, ৯) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রহিমা বেওয়াকে একই শাস্তি দেওয়া হয়েছে।
শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম বলেছেন, দীর্ঘ তদন্ত শেষে স্থানীয় সরকার ওই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। চিঠি পাওয়া মাত্রই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।