মাগুরা: এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় মাগুরায় উত্তীর্ণ ২৯ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে ইটখোলা আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংস্থা রোভা ফাউন্ডেশনের আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় সভায় প্রধান অতিথি ছিলেন- মাগুরা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস।
বক্তব্য রাখেন রোভার নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, মাগুরা আর্দশ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাছিমা শিলা, কাউন্সিলর আমিনুল ইসলাম পলাশ ও খান মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট তিন লাখ ৪৮ হাজার টাকার চেক দেওয়া হয়।