ধামরাইয়ে যুবলীগ নেতা বহিষ্কার

ধামরাইয়ে যুবলীগ নেতা বহিষ্কার

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বেসরকারি টেলিভিশনের ধামরাই প্রতিনিধি সাংবাদিক জুলহাসকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।

মোয়াজ্জেম হোসেন মানিকগঞ্জের বিষু ব্যাপারীর ছেলে ও মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান বলেন, অভিযুক্ত মোয়াজ্জেম হোসেনকে সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কারও ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না, এমনকি সংগঠনে কোনো অপরাধীর জায়গা হবে না। যুবলীগ কোনো অপরাধ, অপরাধীকে সমর্থন কিংবা প্রশ্রয় দেয় না।

প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর প্রকাশ্য দিবালোকে বাড়বাড়িয়া বাসস্ট্যান্ডে বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধিকে কুপিয়ে হত্যা করে শাহিন ও মোয়াজ্জেমসহ আরও কয়েকজন। পরে শাহিন ও মোয়াজ্জেমকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। বর্তমানে তারা চার দিনের রিমান্ডে রয়েছে। এ ঘটনায় নিহতের বোনো বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামায় আরও চার জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

প্রধান উপদেষ্টা বরাবর সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রীর খোলা চিঠি

পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচনের ঘোষণা দিলেন নুর