বিশ্ব অর্থনীতি ১০০ বছর আগের অবস্থায় ফিরতে পারে

বিশ্ব অর্থনীতি ১০০ বছর আগের অবস্থায় ফিরতে পারে

১০০ বছর আগের অবস্থায় ফিরতে পারে বিশ্ব অর্থনীতি এমন আশঙ্কার কথা শুনালেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান রবার্ট জোয়েলিক।

সম্প্রাতিক সময়ে চীন-যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্যিক দ্বন্দ্ব বিশ্বের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। করোনা মহামারির কারণে তৈরি আর্থিক সংকট যেন আগুনে ঘি ঢেলেছে। এরপর চীন-ভারতের সীমান্ত দ্বন্দ্ব নিয়ে অস্থির দুই দেশের বাণিজ্য। বিশ্বের শীর্ষ, দ্বিতীয় আর পঞ্চম অর্থনীতির দেশের চলমান দ্বন্দ্ব বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা দিনদিন বাড়িয়ে তুলছে। এমনও হতে পারে, এই সংকট কাটিয়ে উঠতে না পারলে বিশ্ব অর্থনীতি ১০০ বছর আগে যে অবস্থায় ছিল, সে অবস্থায় ফিরে যেতে পারে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’কে তিনি জানান, একসঙ্গে কাজ করে সংকট উত্তরণই একমাত্র মন্দা থেকে বিশ্ব অর্থনীতিকে রক্ষা করা সম্ভব হতে পারে। তা না হলে ১৯০০ সালের অবস্থায় ফিরতে পারে বিশ্ব অর্থনীতি।

দেশগুলো যদি বিশ্বায়নের কথা না ভেবে শুধু নিজের দেশের উন্নয়নের কথা ভাবে, সংকট আরও প্রকট হবে বলেও আশঙ্কার জানান তিনি।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে ২০০৭ থেকে ২০১২ সাল নাগাদ দায়িত্ব পালন করেন তিনি। বিশ্ব অর্থনৈতিক সংকটের সময় দায়িত্বে ছিলেন তিনিই। সেসময় আর্থিক সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ’র সঙ্গে কাজ করেছেন তিনি।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

২৬ দিনে প্রবাসী আয় ২৩ হাজার ৩৯২ কোটি টাকা

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল সৌদি আরব