হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা শিহাব গ্রেফতার

হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা শিহাব  গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদকে  গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোররাতে গোয়েন্দা পুলিশের একটি দল উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শিহাব দুই মাসের বেশি সময় ধরে পলাতক ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক বদরুদ্দোজা জিমেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে শিহাব আহম্মেদ জিহাদকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এর আগে মঙ্গলবার মামলার দ্বিতীয় আসামি জেলা ছাত্রলীগের অপর বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আল-আমিনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ২৬ জুন প্রয়াত জাতীয় নেতা মোহাম্মদ নাসিম স্মরণে দোয়া মাহফিলে আসার পথে শহরের বাজার স্টেশন এলাকায় আটকৃত শিহাবসহ তার সহযোগীরা জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দের হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়কে কুপিয়ে জখম করে। ঢাকার একটি হাসপাতালে ৯ দিন লাইফ সাপোর্টে থাকার পর ৫ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই রুবেল বাদী হয়ে শিহাব আহমেদ জিহাদসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২৮ জুন ছাত্রলীগের ২ সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদ ও আল-আমিনকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। গত ১৬ জুলাই মামলার তদন্তের দায়িত্বভার গোয়েন্দা পুলিশে দেওয়া হয়।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন