শ্রম মন্ত্রণালয়ের বৈঠক

শ্রম মন্ত্রণালয়ের বৈঠক

ঢাকা: একাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং শামসুন নাহার বৈঠকে অংশ নেন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মো. ইসরাফিল আলমের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও তার জীবনাদর্শ নিয়ে আলোচনা, শোকপ্রস্তাব গ্রহণ, পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মোনাজাত পরিচালনা করা হয়।

এছাড়া বৈঠকের অন্যান্য আলোচ্যসূচি পরবর্তী সভায় অন্তর্ভুক্তকরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানরাসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পাকিস্তানের বিলম্বের সুযোগ নিয়ে ২ কোটি ডলারের সিগারেট রপ্তানি করল বাংলাদেশ

আমার অনেক ভাই শহীদ হয়েছে, আমি তো এখনও শহীদ হতে পারলাম না: ড. শফিকুর রহমান