টেকনাফ সীমান্তে চার লাখ ২৪ হাজার ইয়াবা জব্দ

টেকনাফ সীমান্তে চার লাখ ২৪ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার হতে ইয়াবার চালান নিয়ে আসার সময় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে চার লাখ ২৪হাজার পিস ইয়াবা জব্দ করেছে।

বিজিবি সুত্র জানায়, গতকাল বুধবার রাত পৌনে ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির সদস্যরা আইয়ুবের জোড়া নামক স্থানে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমার হতে আসা একটি কাঠের নৌকা হতে ৫/৬জন লোক বস্তা নিয়ে নেমে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে চাইলে বিজিবি জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করে। তখন মাদক কারবারীরা বস্তাসমুহ ফেলে সাতাঁর কেটে নাফ নদী অতিক্রম করে মিয়ানমারে চলে য্য়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৫টি বস্তা পাওয়া যায়। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে চার লাখ ২৪হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি