গ্রেনেড হামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

গ্রেনেড হামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ঢাকা: বিএনপি জোট সরকারের সময় ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় মদদ দাতা হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

মামলা চলার মতো যথেষ্ট উপাদান না থাকায় বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার আবেদনটি খারিজ করে দেন।

 

এদিন সকালেই আদালতে মামলার আবেদনটি করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। যেখানে সাক্ষী করা হয়- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ হেলাল ও হাজী মাহবুব আব্দুল্লাহকে।

বিচারক বাদীর জবানবন্দি গ্রহণের পর তা নথি পর্যালোচনায় আদেশের জন্য রেখেছিলেন। পর্যালোচনা শেষে বিচারক আবেদনটি খারিজ করে দেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি