রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ও এমডি মাসুদের ৫৮ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ও এমডি মাসুদের ৫৮ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

অনলাইন ডেস্ক : রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ৫৮ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। 

এর আগে সাহেদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন করেন আদালত। গত ১৪ জুলাই কাপাসিয়ায় র‌্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করে মাসুদ পারভেজকে। এরপরের দিন ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে সাহেদকে গ্রেফতার করা হয়। টেস্ট না করেই করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে গত ৭ জুলাই সিলগালা করে দেয়া হয় ঢাকার উত্তরায় রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়। তখন থেকেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদ পলাতক ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী