ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে বিদ্যুতের নকল তার (ক্যাবল) উৎপাদনের কারখানায় অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুর থেকে পুরান ঢাকার নবাবপুরে এই অভিযান শুরু হয়।
অভিযানের নের্তৃত্বে রয়েছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে পুরান ঢাকার নবাবপুরে একটি কারখানা নকল ও নিন্মমানের বিদ্যুতের তার উৎপাদন ও বাজারজাত করে আসছিলো। গোপন তথ্যের ভিত্তিতে ওই কারখানায় আমরা অভিযান শুরু করি।