চট্টগ্রাম: মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া ক্রিকেট, ফুটবলসহ সবধরনের খেলাধুলা এবং প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থকে স্থানীয় ক্লাব মালিক ও কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
সভায় চট্টগ্রামে ক্রিকেট, ফুটবলসহ সবধরনের খেলাধুলা এবং প্রশিক্ষণ কার্যক্রম সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চালু করতে নিজেদের মতামত তুলে ধরেন স্থানীয় ক্লাব মালিক ও কর্মকর্তারা।