মার্কিনিদের নিরাপত্তা পরিষদের অপব্যবহারের সুযোগ দেয়া হবে না

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সুনির্দিষ্ট কয়েকটি দেশের পক্ষ থেকে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে অপব্যবহার করার কারণে বিশ্বে যত সব সংকট তৈরি হচ্ছে।

সোমবার নাইজারের প্রেসিডেন্ট মাহমাদু ইউসুফুর সঙ্গে টেলিফোন আলাপে এ কথা বলেন তিনি। নাইজারের পক্ষ থেকে ইরানের পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দেয়ারও প্রশংসা করেন প্রেসিডেন্ট রুহানি।

তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি যে, ইরান ও নাইজার আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে একই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং দুই দেশই মনে করে সম্মান, স্বাধীনতা এবং মানবিকতার উপর ভিত্তি করে আন্তর্জাতিক সম্পর্ক হওয়া উচিত।”

নাইজার চলতি সেপ্টেম্বর মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য নির্বাচিত হয়েছে। এ জন্য প্রেসিডেন্ট রুহানি নাইজারের প্রেসিডেন্ট ইউসুফুকে অভিনন্দন জানান। তিনি আশা করেন, জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য হিসেবে নাইজার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে এবং আমেরিকাকে আন্তর্জাতিক এই সংস্থাটিকে অপব্যবহার করার সুযোগ দেবে না।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

মেক্সিকোতে বাস খাদে পড়ে ১৯ জন নিহত