ঢাকা: রাজধানীর লালবাগ এলাকায় ডাকাতির ঘটনায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন- রুহুল আমিন রিজভী (২০), মো. জিশান হোসেন অপি (১৯ ), মো. আতিক হোসেন ওরফে চিকেন (১৯) ও আজহার উদ্দিন ওরফে অমিত (২০)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে ৩১ আগস্ট দিনগত রাতে লালবাগে অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থাকা ডাকাতি হওয়া একটি ডিএসএলআর ক্যামেরা ও মোবাইল উদ্ধার করা হয়।
তিনি বলেন, ৩০ আগস্ট বেলা ১১ টার দিকে সাগর, আবেদ ও বাপ্পি নামের তিন যুবক লালবাগ কেল্লায় ঘুরতে এসেছিলো। তারা কেল্লার প্রবেশ গেটের পাশে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে গল্প করতে থাকেন। হঠাৎ ১০/১৫ জন অজ্ঞাতনামা যুবক ‘হায় হোসেন’ ‘হায় হোসেন’ স্লোগান দিয়ে যাওয়ার পথে তাদের ঘিরে ফেলে। এসময় ঘুরতে আসা তিন যুবকের সঙ্গে থাকা একটি ডিএসএলআর ক্যামেরা, নগদ দুই হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই তিন যুবক বাধা দিলে ডাকাত দলের সদস্যরা তাদের মারধর করে। একপর্যায়ে বাপ্পি নামের যুবকের বুকের নিচে ডানপাশে ও ডান হাতের বাহুতে এবং পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুত্ব আহতাবস্থায় বাপ্পি ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরা লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে লালবাগ থানার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করা হয়। ১০ দিনের রিমান্ড আবেদন করে গ্রেফতার আসামিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়। এছাড়া ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।