ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছেন সলিসিটর রুনা নাহিদ আকতার।
এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল’ অফিসারস অর্ডার, ১৯৭২ (পি ও নম্বর ৬ অব ১৯৭২) এর অনুচ্ছেদ ৩(২) অনুসারে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।
১৯৮১ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এ আইনজীবী।
২০১৫ সালের ২০ ডিসেম্বর তিনি জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
এরমধ্যে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।
বর্তমানে দু’জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রয়েছেন। তারা হলেন- মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির।