ইসরাইল থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া প্রথম বিশেষ ফ্লাইটটির নাম দেয়া হয়েছে কিরয়াত ঘাট। যা দখল করে নেয়া ফিলিস্তিনি ভূখণ্ডে নির্মিত অবৈধ ইসরায়েলি বসতির নাম।
সোমবার এমন তথ্য জানিয়েছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ আশতিয়াহ।
রামাল্লায় সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ইসরায়েল-আমিরাত সম্পর্ক স্বাভাবিকীকরণ আরব-ইসরায়েল সংঘাতে আরবদের অবস্থানের স্পষ্ট ও নির্লজ্জ লঙ্ঘন।
তিনি বলেন, ইসরাইল থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া প্রথম বিশেষ ফ্লাইটটির নাম দেয়া হয়েছে কিরয়াত ঘাট। যা দখল করে নেয়া ফিলিস্তিনি ভূখণ্ডে নির্মিত অবৈধ ইসরায়েলি বসতির নামে।
তার মতে, এখন আমিরাতের বিমানও জেরুজালেমে অবতরণ করবে। আমরা এক কঠিন আরব যুগে বসবাস করছি।