সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা

ফের হামলার কবলে সৌদি আরবের বিমানবন্দর। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

খবরে বলা হয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে এই হামলা।

সৌদি নেতৃত্বাধীন আরব জোট ড্রোন হামলার কথা স্বীকার করেছে। তাদের দাবি, তারা বিস্ফোরক বোঝাই একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া এই হামলার কড়া নিন্দা জানিয়েছে আরব পার্লামেন্ট।

সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, আবহা বিমানবন্দরের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়। ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের উপরে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সৌদির পক্ষ থেকে বলা হয়েছে।

এর আগে গতমাসে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল কমপ্লেক্সে ড্রোন হামলা চালিয়েছিল।

এছাড়া গত এক বছর ধরে ইয়েমেনে হুথি এবং তাদের সমর্থিত সেনারা সৌদির বিভিন্ন তেলস্থাপনা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। পার্স টুডে, সিনহুয়া

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন