ভূরুঙ্গামারীতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলাইমান আলী মন্ডল-এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ভূরুঙ্গামারীতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলাইমান আলী মন্ডল-এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলাইমান আলী মন্ডল এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সমপন্ন হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস দল জাতির এই সূর্য সন্তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরুন নবী চৌধুরী খোকন, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, ওসি মুহা আতিয়ার রহমান, মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তি যোদ্ধাগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাঁর নামাজে জানাজায় অংশ নেন। জানাজা শেষে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি কর্ম জীবনে সরকারের অডিট বিভাগে কর্মরত ছিলেন। গত মাসের ১৫ তারিখে তিনি স্ট্রোক করেন। দীর্ঘ চিকিৎসা শেষে গত শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি