আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

গত শনিবাব ও রবিবার কুতুপালং রোহিঙ্গা শিবিরের মুন্না গ্রুপ এবং ইসলাম মাহাদ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে ১৪ এপিবিএন-এর অধিনায়ক পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম বলেন, কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের মুন্না গ্রুপের সাথে অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ইসলাম মাহাদ গ্রুপের ইয়াবা পাচার ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এরই জের ধরে শনিবার ফাঁকা গুলিবর্ষণের মাধ্যমে এটি প্রকাশ্যে রূপ নেয়। রবিবারও থেমে থেমে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের ২০টিরও বেশি ঝুপড়ি ঘর এবং বেশ কয়েকটি ওয়াটার সাপ্লাইয়ের ট্যাঙ্ক ভাঙচুর করা হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে এপিবিএনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুই গ্রুপের সদস্যরা পালিয়ে যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষে অংশ নেওয়া রোহিঙ্গাদের ধরার চেষ্টা চলছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন