শুক্রবার কার্যকর হচ্ছে করোনার কমানো পরীক্ষার ফি

শুক্রবার কার্যকর হচ্ছে করোনার কমানো পরীক্ষার ফি

চট্টগ্রাম: করোনার নমুনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত চট্টগ্রামে শুক্রবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সিভিল সার্জন  বলেন, গত ১৯ আগস্ট করোনা পরীক্ষার ফি কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার) ফি কমানোর সিদ্ধান্তের একটি চিঠি পেয়েছি। আগামীকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী- বুথ থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে পরীক্ষার ফি ২০০ টাকার পরিবর্তে ১০০ টাকা এবং বাড়িতে নমুনা পরীক্ষার ফি ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা হয়েছে।

এর আগে গত ২৯ জুন করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ওপর ফি নির্ধারণ করে সরকার। এসময় বুথ থেকে নমুনা সংগ্রহের জন্য ২০০ টাকা এবং বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে ৫০০ টাকা ফি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৮

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২১