ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। রবিবার রাতে জার্মান জায়ান্টরা ফাইনালে ১-০ গোলে হারায় ফরাসি ক্লাবটিকে।
প্রথমার্ধে গোল মিসের মহড়ায় নামা দুই দল দ্বিতীয়ার্ধে গোছানো ফুটবল খেলার চেষ্টা করে। ফল আসে ৫৯তম মিনিটে। কিংসলে কোম্যানের দেওয়া গোলে লিড পায় বায়ার্ন মিউনিখ। পরে ম্যাচের বাকি সময়ে সেই গোল আর শোধ করতে পারেনি প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা পিএসজি।
এই ব্যবধান ধরে রেখেই শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।