গরু চুরির অভিযুক্ত মা-মেয়ের জামিন

গরু চুরির অভিযুক্ত মা-মেয়ের জামিন

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির অভিযোগে কোমরে রশি বেঁধে এলাকায় ঘুরানো সেই মা-মেয়েসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার দেবের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) গরু চুরির অভিযোগে মা-মেয়েকে কোমরে রশি বেঁধে মারতে প্রকাশ্যে এলাকায় ঘুরিয়েছে স্থানীয় অতি উৎসাহী লোকজন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে গরুর মালিক অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মাহবুবুল হকের দায়ের করা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।

এদিকে মা-মেয়েকে কোমরে রশি বেঁধে প্রকাশ্যে এলাকায় ঘুরানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর গত শনিবার (২২ আগস্ট) থেকে এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এই ভিডিওতে উৎসুক জনতা রশি দিয়ে বেঁধে মারতে মারতে নিয়ে যেতে দেখা যায়। এ সময় ভিডিওটিতে ইউনিয়ন পরিষদের চৌকিদারকেও দেখা গেছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন