চীনে দুই জাহাজের সংঘর্ষে ৮ নিহত

চীনে দুই জাহাজের সংঘর্ষে ৮ নিহত

চীনের ইয়াংজি নদীর মোহনায় একটি তেলের ট্যাঙ্কার ও একটি কার্গো জাহাজের সংঘর্ষে আট জনের নিশ্চিত প্রাণহানি ঘটেছে , নিখোঁজ রয়েছে ছয় জন। দেশটির সমুদ্র কর্তৃপক্ষ গতকাল শনিবার এ কথা জানায়। খবর এএফপি’র।

 

বলা হয়েছে, গত বৃহস্পতিবার ভোর ৩টা ৩৯ মিনিটে দক্ষিণে প্রায় ১.৩ নটিক্যাল মাইল দূরবর্তি মোহনায় প্রায় ৩ হাজার টন গ্যাসোলিন বহনকারী একটি ট্যাঙ্কার এবং বালু ও নুড়ি বোঝাই একটি জাহাজের মধ্যে সংঘর্ষে ট্যাংকারের ডেকে আগুন লেগে যায় এবং পরবর্তিতে সেটি ডুবে যায়। এ দুর্ঘটনার পরে তিনজনকে উদ্ধার করা হয়েছে।

 

শনিবার সকালে ট্যাঙ্কারে আরোহণ করা জরুরি কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর মোট আটটি লাশের সন্ধান পায়। উদ্ধারকারীরা নিখোঁজদের অনুসন্ধানে তল্লাসি চালিয়ে যাচ্ছে। উদ্ধার ও অনুসন্ধান কাজে পনেরোটি জাহাজ ও দু’টি বিমান ব্যবহৃত হচ্ছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন