কমলাপুরে ছয় তলা বাড়ির ছাদের পানির হাউস ভেঙে নারীর মৃত্যু

কমলাপুরে ছয় তলা বাড়ির ছাদের পানির হাউস ভেঙে নারীর মৃত্যু

রাজধানীর কমলাপুরে ছয় তলা বাসার ছাদের পানির হাউস ভেঙে টিনসেড বাড়ির ওপর পড়লে রিমা আক্তার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়। শনিবার রাত ৮টার দিকে উত্তর কমলাপুর ৫৯/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। নিহতের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি