আর্সেনাল ছাড়ছেন লুজেনবার্গ

আর্সেনাল ছাড়ছেন লুজেনবার্গ

‘নতুন সুযোগের সন্ধানে’ এমিরেটস ছাড়ছেন আর্সেনালের সহকারী কোচ ফ্রেডি লুজেনবার্গ। এক বিবৃতিতে ৪৩ বছর বয়সী সুইডিশ কোচ জানান, কোচিং ক্যারিয়ারে অভিজ্ঞতার সমৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

লুজেনবার্গ আরও বলেন, ‘১৯৯৮ থেকে আমি আর্সেনালের সঙ্গে জড়িত এবং ক্লাব আমাকে খেলোয়াড় ও কোচ হিসেবে যেসব সুযোগ-সুবিধা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। ’

গত নভেম্বরে উনাই এমেরি বরখাস্ত হওয়ার পর অন্তরর্তীকালীন কোচ হিসেবে গানারদের দায়িত্ব নেন লুজেনবার্গ। এরপর প্রধান কোচ হিসেবে মাইকেল আর্তেতা আসার পর এমিরেটসের কোচিং স্টাফদের একজন হিসেবে কাজ শুরু করেন তিনি।

এছাড়া আর্সেনালের অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৯ স্কোয়াডের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন লুজেনবার্গ। খেলোয়াড় হিসেবে আর্সেনালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২৬ ম্যাচ খেলেছেন তিনি। ২০০৩-০৪ মৌসুমে অপরাজেয় হিসেবে গানারদের প্রিমিয়ার লিগ জেতার মিশনে অন্যতম অংশ ছিলেন এই সুইডিশ উইঙ্গার।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি