কাঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বিঘ্নিত, লঞ্চ ও স্পিড বোট বন্ধ

কাঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বিঘ্নিত, লঞ্চ ও স্পিড বোট বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দুপুর থেকে মাদারীপুরের কাঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিড চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এদিকে প্রচন্ড স্রোত ও নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে এই রুটে।

খারাপ আবহাওয়ার কারণে লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ থাকায় যাত্রী চাপ বেড়েছে ফেরিতে। স্বাস্থ্যবিধি না মেনেই গাদাগাদি করে পার হচ্ছে যাত্রীরা। এই রুটে ১৬টি ফেরির মধ্যে ৮টি ফেরি ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে যাতায়াত করলেও প্রচুর যাত্রী চাপ রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় নদী পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ’ যানবাহন।

বিআইডব্লিউটিসির কাঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন,পদ্মায় প্রচন্ড স্রোত ও চ্যানেলের মুখে ও পদ্মা সেতুর পূর্ব পাশে নাব্যতা সংকট দেখা দেওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এরুটে ধারন ক্ষমতার কম যানবাহন নিয়ে ছোট বড় ৮টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার কারনে দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ’ যানবাহন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে