আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় সেরা শাহেদ

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় সেরা শাহেদ

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা আগোরা’র ২০২০ সালের কিস থিমের ছবি তুলে সেরা পুরস্কার জিতেছেন বাংলাদেশি তরুণ শাহেদ আহমেদ। যার প্রাইজমানি এক হাজার ডলার।

স্পেনের বার্সেলোনা থেকে পরিচালিত আগোরা প্রতি বছর বিভিন্ন বিষয়ের ওপর আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে। এবারের বিষয় ছিল ‘কিস থিম’।

এরপর মোবাইল অ্যাপের মাধ্যমে সারাবিশ্ব থেকে কয়েক হাজার ছবি জমা পড়ে। সেখান থেকে বিচারকমণ্ডলী সেরা পঞ্চাশটি ছবি নির্বাচন করেন।

বিচারকদের নির্বাচিত সেই পঞ্চাশটি ছবি ছেড়ে দেওয়া হয় অনলাইন ভোটের জন্য। সেখান থেকে প্রথম ধাপে আলোকচিত্রীদের ভোটে পাঁচটি ছবি নির্বাচিত হয় চূড়ান্ত পর্বের জন্য। আবার সেখান থেকে সর্বাধিক ভোটে প্রথম অর্থাৎ সেরা হয় হবিগঞ্জের আলোকচিত্রী শাহেদের ছবিটি।

প্রাইজমানির পাশাপাশি সেরা পুরস্কার বিজয়ী আলোকচিত্রীকে ‘হিরো’ উপাধিও দিচ্ছে আগোরা।

হবিগঞ্জের সাতছড়িতে দুটি কাঠ-শালিকের খুনসুটির ছবি তুলেছিলেন হিরো শাহেদ।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি