ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হলেন কমলা হ্যারিস

ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হলেন কমলা হ্যারিস

প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ইতিহাস গড়ে ডেমোক্র্যাটিক দল থেকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক কমলা হ্যারিস। বুধবার ডেমোক্র্যাটিক দলের পক্ষ থেকে কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়।

এদিকে ডেমোক্র্যাটিক দলের কনভেনশনে বুধবার কমলা হ্যারিস প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের সমালোচনা করেছেন। এ সময় ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে ভোট দেওয়ার জন্য মার্কিন জনগণের প্রতি আহ্বান জানান কমলা।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করবেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন