বন্যার্তদের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার

বন্যার্তদের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার

যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে দেখা যায় বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে। চলমান করোনা পরিস্থিতিতে কয়েক দফায় আর্থিক সহায়তা দিয়েছেন এই অভিনেতা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তহবিলেও বড় অংকের অর্থসহায়তা দিয়েছেন তিনি।

এবার আসামের বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ১ কোটি রুপি অনুদান দিয়েছেন এই নায়ক। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে অক্ষয়কে ধন্যবাদ দিয়েছেন।

তিনি বলেন, এই অভিনেতা সবসময় আসামের মানুষদের পাশে বন্ধুর মত রয়েছেন। তার সহায়তা বন্যা কবলিতদের দুর্যোগকে দীর্ঘ সময়ের জন্য সহজ করে।
এটাই প্রথম নয়, অক্ষয় কুমার এর আগেও বন্যার্তদের সাহায্যের জন্য ২ কোটি রুপি অর্থসহায়তা দিয়েছেন।

আসাম এ বছর এক ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। এতে ১৩৮ জন মানুষ প্রাণ হারিয়েছে। রাজ্যটির ২৮ জেলায় প্রায় কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি