প্লাজমা দিতে ৫২ পুলিশ সদস্য ঢাকায়

প্লাজমা দিতে ৫২ পুলিশ সদস্য ঢাকায়

করোনাযুদ্ধে জয়ী হয়ে মুন্সিগঞ্জ পুলিশের ৫২ জন সদস্য ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্লাজমা ডোনেট করতে গেছেন।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টায় একটি বাসে জেলা পুলিশ লাইন্স থেকে তারা ঢাকার উদ্দেশে রওনা হন।

এনিয়ে দু’দিনে মুন্সিগঞ্জ পুলিশের ৯২ জন সদস্য প্লাজমা দিতে ঢাকায় যান।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকায় গিয়েছিলেন ৪০ জন পুলিশ সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, করোনাজয়ী যেসব পুলিশ সদস্য বুধবার ঢাকায় গেছেন, তাদের মধ্যে চারজন উপ-পরিদর্শক (এসআই), সাতজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), একজন সার্জেন্ট, একজন নায়েক ও ৩৯ জন কনস্টেবল রয়েছেন।

আর মঙ্গলবারের ৪০ জনের মধ্যে দু’জন পুলিশ পরিদর্শক, ১৬ জন এসআই, পাঁচজন এএসআই ও ১৭ জন কনস্টেবল ছিলেন।

যারা করোনা জয় করে সুস্থ হয়ে উঠছেন, তাদের প্লাজমা ডোনেটের আহ্বান জানিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর সঠিক চিকিৎসা ও পরিচর্যার ফলে দ্রুত সুস্থ হয়ে ওঠা ৯২ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গেছেন। করোনারোগীদের চিকিৎসায় করোনাজয়ী ব্যক্তিদের প্লাজমা ব্যবহার করা হয়। দেশে করোনা শুরু হওয়ার পর থেকেই জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছেন। এতে অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন