করোনায় ‘নাজেহাল’ ভারত, একদিনে হাজারের বেশি মৃত্যু

করোনায় ‘নাজেহাল’ ভারত, একদিনে হাজারের বেশি মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারত। গত একদিনে করোনায় দেশটিতে এক হাজার ৯২ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৫২ হাজার ৮৮৯ জনে দাঁড়ালো। বুধবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সাড়ে ৬৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এতে ভারতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৬৭ হাজার ২৭৩ জনে।

গত ১৫ দিন ধরে প্রতিনিয়ত সংক্রমণের হারে বিশ্বে ভারতের অবস্থান শীর্ষে। এছাড়া গত মঙ্গলবার একদিনে করোনায় বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।

তবে আশার খবর, দেশটিতে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৮৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থতার হার দেশটিতে ৭৩ দশমিক ৬৪ শতাংশ।

ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্ত রোগীর সংখ্যা ছয় লাখের বেশি। সেইসঙ্গে এ রাজ্যে মারা গেছে ২০ হাজার ৬৮৭ জনের। এর পরেই অবস্থান তামিল নাড়ু ও অন্ধ্রপ্রদেশের।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

তুই ছাত্রদল করিস,ক্যাম্পাসে আসবি না,জানে মেরে ফেলব

মাদকের স্বর্গরাজ্য দৌলতদিয়ার পুরা ভিটা