সাগরে ঝাঁপ দিয়ে ২ নারীকে উদ্ধার করলেন পর্তুগালের প্রেসিডেন্ট

সাগরে ঝাঁপ দিয়ে ২ নারীকে উদ্ধার করলেন পর্তুগালের প্রেসিডেন্ট

সাগরে সাঁতার কাটার সময় বিপদে পড়েন দুই নারী। তাদের উদ্ধার করতে সাগরে ঝাঁপ দেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো।

এই উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় নেটিজেনরা প্রশংসা করেন প্রেসিডেন্টের।

জানা গেছে, পর্তুগালের ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট শনিবার ছুটিতে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। সমুদ্র সৈকতে বসে গায়ে রোদ লাগাচ্ছিলেন, এমন সময় হঠাৎ দেখলেন দুজন নারী যে কায়াকে করে পানিতে ভাসছিলেন সেটা ডুবে গেছে। সমুদ্রের টানে তারা দুজন ভেসে যাচ্ছে। এরপরই কোনও রকম প্রটোকল ছাড়াই সাগরের উপকূলে ঝাঁপিয়ে পড়ে ওই দুই নারীকে রক্ষা করেন মার্সেলো রেবোলো। সূত্র: ডেইলি মেইল, বিবিসি

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফলাফল প্রকাশের দিনই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিতে এ প্লাস না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা