উত্থানের পর সূচকের পতন

উত্থানের পর সূচকের পতন

ঈদের পর টানা উত্থানের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ আগস্ট) পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়েছে। এদিন উভয় বাজারেই সূচক কমেছে।তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাড়ে ১৪’শ কোটি টাকা ছাড়িয়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। টানা উত্থানের পর সূচকের বড় পতনকে স্বাভাবিক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। টানা উত্থানের পর এ পতন বাজার সংশোধনী বলে মনে করেন তারা।  বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট কমে চার হাজার ৭৮৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৯৬ ও ১৬১৮ পয়েন্টে অবস্থান করছে।ডিএসইতে এদিন এক হাজার ৪০৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ৫৭ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৩৫১ কোটি ৩৩ লাখ টাকার।ডিএসইতে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টি কোম্পানির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। রোববার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- অরিয়ন ফার্মা, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি, বেক্সিমকো লিমিটেড, বিএটিবিসি, কেপিসিএল, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা ও সোনারবাংলা ইন্স্যুরেন্স।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৭২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৭৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির কোম্পানির শেয়ার দর। সিএসইতে ৩১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৫ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬ কোটি ৪ লাখ টাকার।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন