যাত্রা শুরু করল আরও ১৩ ট্রেন, ‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি কার্যকর

যাত্রা শুরু করল আরও ১৩ ট্রেন, ‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি কার্যকর

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর যাত্রা শুরু করল নতুন করে আরও ১৩টি আন্তঃনগর ট্রেন। পর্যায়ক্রমে সব রুটের আন্তঃনগর ট্রেনসমূহ চালুর অংশ হিসেবে রবিবার থেকে এই ট্রেনগুলো যাত্রা শুরু করে।

নতুন চালু হওয়া ট্রেনের মধ্যে ৯টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে আসা-যাওয়া করবে।

রবিবার সারাদিনে কমলাপুর থেকে নতুন ট্রেনের ২ থেকে ৩টি ছেড়ে যাবে। বাকিগুলো বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে ঢাকায় আসবে। সোমবার থেকে শিডিউল অনুযায়ী এসব ট্রেনের যাত্রা শুরু হবে। প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হচ্ছে, যার শতভাগই অনলাইনে।

এদিকে স্বাস্থ্যবিধি রক্ষায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এক আসন ফাঁকা রেখে বসানো হচ্ছে যাত্রীদের।

নতুন ট্রেন চালু হওয়া নিয়ে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ‘টিকিট যার ভ্রমণ তার’ এই নীতির। এতে অনেকটা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

নিয়মানুযায়ী একজনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করলে হস্তান্তরকারী ও ভ্রমণকারীকে টিকিটের সমপরিমাণ অর্থদণ্ড অথবা তিন মাসের কারাদণ্ড দেওয়া হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন