বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পুরোপুরি বিধ্বস্ত বার্সা। লিসবনে একমাত্র লেগের এই ম্যাচে কিকে সেতিয়েনের শিষ্যরা হেরেছে ৮-২ গোলের ব্যবধানে। তবে এ ম্যাচ শেষেই দলের দ্রুত পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাখছেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ।সাম্প্রতিক পারফরম্যান্স তো রয়েছেই বিশেষ করে এই ম্যাচের বিপর্যয় শেষে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন বার্তেমেউ। কটু কথা শুনছেন হেড কোচ কিকে সেতিয়েনসহ দলের বেশ কয়েকজন ফুটবলার।বার্তেমেউ বলেন, ‘এটা সত্যিই বাজে হার। অসাধারণ খেলার জন্য শুভেচ্ছা জানাই বায়ার্নকে। তারা সেমিফাইনালের যোগ্য দল। আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি, এমনকি কাছে যেতে পারিনি। আজকের দিনটি বিপর্যয় ছিল এবং আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কারও নাম আমরা ইতোমধ্যে চিন্তা করে রেখেছি। আজকের দিনে অবশ্য এমন সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা ক্ষমা চাই সমর্থক, মেম্বার ও বার্সেলোনিস্তাসের কাছে।