চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি ৬০ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) ডাকা এই কর্মবিরতি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে ৬০ ঘণ্টার জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে। অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. তাজওয়ার রহমান খান বলেন, জাতীয় শোক দিবসকে শ্রদ্ধা জানিয়ে এবং সৃষ্ট ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস পাওয়ায় আমরা কর্মসূচি স্থগিত করেছি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কী হচ্ছে তার উপর নির্ভর করছে আমাদের পরবর্তী সিদ্ধান্তপ্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে শিক্ষানবিশ চিকিৎসক এবং শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে ক্যাম্পাসে। পরে এই ঘটনার জেরে রাতে হামলার শিকার হন আইডিএ আহ্বায়ক ডা. ওসমান গণি এবং চমেক ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক সানি হাসনাইন প্রান্তিক। এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ধর্মঘট পালন করে ইন্টার্ন চিকিৎসকরা

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন