রাজধানীর মিরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

রাজধানীর মিরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

রাজধানীর মিরপুরে একটি বাসায় স্বামীর বিরূদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম রিজিয়া বেগম(৪৮)।ঘাতক স্বামীর নাম জহির উদ্দিন। মিরপুর লেন ৬, ব্লক-বি, হোল্ডিং নম্বর ১১ বাসায় দ্বিতীয় তলায় থাকতেন তারা। তিন মেয়ে ও এক ছেলে রয়েছে তাদের। শুক্রবার(১৪ আগস্ট) ভোর ছয়টায় রক্তাক্ত অবস্থায় রিজিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই কামাল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত বাসায় গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পরে আছেন বোন রিজিয়া। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তিনি। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ(পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি জানান, নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিন্হ রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এছাড়া থানায় ব্যাপারটি জানানো হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি