বৈরুতে প্রবাসী বাংলাদেশিদের মারামারির জেরে কোভিড পরীক্ষা বন্ধ

বৈরুতে প্রবাসী বাংলাদেশিদের মারামারির জেরে কোভিড পরীক্ষা বন্ধ

লেবাননের বৈরুতে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের মারামারির কারণে কোভিড১৯ পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে দেশে ফেরার জন্য কোভিড১৯ পরীক্ষা নিজ নিজ দায়িত্বে সম্পন্ন করতে অনুরোধ জানিয়েছে দূতাবাস

শুক্রবার (১৪ আগস্ট) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় তথ্য জানায়বৈরুত দূতাবাস জানায়, স্বেচ্ছায় দেশে ফিরতে যাদের কোভিড১৯ পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে তাদের কিছু সংখ্যক ল্যাবরেটরির সামনে মারামারি উচ্ছৃঙ্খল আচরণ করে। ফলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরীক্ষা বন্ধের জন্য বলেছে। ধরনের আচরণের কারণে অবৈধ কাগজপত্র ছাড়া লেবাননে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দেশে পাঠানো কঠিন হয়ে পড়বেপরবর্তী ফ্লাইটের জন্য কোভিড পরীক্ষা যাত্রীরা নিজ দায়িত্বে সম্পন্ন করবেনলেবানন থেকে অবৈধ বাংলাদেশিদের পর্যায়ক্রমে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ফিরতে হলে কোভিড১৯ টেস্ট করতে হবে

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত