বিনামূল্যেই করোনার ভ্যাকসিন পাবেন মার্কিন নাগরিকরা

বিনামূল্যেই করোনার ভ্যাকসিন পাবেন মার্কিন নাগরিকরা

করোনা ভাইরাসের কার্যকর ভ্যাকসিন বের হলে বিনামূল্যে তা মার্কিন নাগরিকদের দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে তারা এমনটি জানান।

করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে ইতোমধ্যে ছয়টি কোম্পানির সঙ্গে এ পর্যন্ত ১০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে ওয়াশিংটন। আর এর ফলে ওই কোম্পানিগুলোর কার্যকর ভ্যাকসিন বের হলেই সেগুলো পাবে যুক্তরাষ্ট্র। আর এগুলোই মার্কিন নাগরিকদেরকে বিনামূল্যে দেওয়া হবে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা পল ম্যাঙ্গো বলেন, আমরা কোনোভাবেই আমাদের ভ্যাকসিন পর্যবেক্ষণের কঠোরতা কমাচ্ছিনা। এর সাহায্যে আমরা ভ্যাকসিনগুলো মূল্যায়ন করবো এবং আশা করি আমরা একটি কার্যকর ভ্যাকসিন পাবো।

করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ১৫ হাজার ৬৬৬ জন। মারা গেছেন ১ লাখ ৭০ হাজার ৪১৫ জন। এএফপি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি