হংকংয়ের নির্বাচন স্থগিতের সমালোচনা করলো ‘ফাইভ আই’

হংকংয়ের নির্বাচন স্থগিতের সমালোচনা করলো ‘ফাইভ আই’

হংকংয়ের পার্লামেন্ট নির্বাচন স্থগিত করার যে সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে তার সমালোচনা করে বিবৃতি দিয়েছে ফাইভ আই।সম্প্রতি এক যৌথ বিবৃতিতে ফাইভ আই বলেছে, হংকংয়ের পার্লামেন্ট নির্বাচন স্থগিত ঘোষণার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।

একইসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে গণতন্ত্রপন্থিদের অযোগ্য ঘোষণার বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।‘ফাইভ আই’ জোটের সদস্য দেশ ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র বিবৃতিতে হংকংয়ে গণতন্ত্রপন্থি হওয়ার কারণে অযোগ্য ঘোষিতদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানায়।করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার অজুহাতে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন এক বছরের জন্য পিছিয়ে দিয়েছে হংকং সরকার। যদিও বিরোধীদের দাবি, জনগণের ভোটাধিকার হরণের জন্য এ ষড়যন্ত্র।এছাড়াও নতুন নিরাপত্তা আইনের বিরোধিতাসহ আরও কয়েকটি কারণে ১২ গণতন্ত্রপন্থিকে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন