তানজিলা হত্যার বিচার দাবিতে বরিশালে মানববন্ধন

তানজিলা হত্যার বিচার  দাবিতে বরিশালে  মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাউদেরখিল এলাকায় দাবিকৃত যৌতুক না পেয়ে শ্বশুড় বাড়িতে তানজিলা রহমান খানের হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশালের সর্বস্তরের নাগরিকদের ব্যানারে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত তানজিলার বাড়ি বরিশাল নগরীর ভাটিখানার পান্থ সড়কে। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত তানজিলার বাবা মো. সাইদুর রহমান খান ও মা, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, মো. হাসান ব্যাপারী, মাসুমা বেগম সহ অন্যান্যরা।

এ সময় মানববন্ধনে নিহত তানজিলা রহমান খানের বাবা সাইদুর রহমান খান বলেন, ২০১৬ সালে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাউদেরখিল মোল্লা বাড়ির মো. মোহসিন মোল্লার বড় পুত্র জহিরুল ইসলাম জনির সাথে তার মেয়ের বিবাহ হয়। বিবাহের পর থেকেই বিভিন্ন ভাবে শ্বশুর বাড়ির লোকেরা আমার মেয়েকে পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করেন। তাদের দাবীর প্রেক্ষিতে ২০১৯ সালের ডিসেম্বর মাসে মেয়ের শান্তির কথা ভেবে ২ লাখ টাকা প্রদান করিলেও বাকী ৩ লক্ষ টাকার জন্য আমার মেয়ের উপর শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার ও শারীরিক নির্যাতন চালায়। এর এক পর্যায়ে গত ৭ আগস্ট রাতে তার মেয়ে ফোন করেন যৌতুকের টাকার জন্য শ্বশুর বাড়ির লোকজন তাকে শারীরিক অত্যাচার করছে তাই টাকা পাঠানোর জন্য অনুরোধ করে কান্নাকাটি করেন। পরবর্তীতে গত ৮ আগস্ট তাকে নির্যাতন করলে মৃত্যুবরণ করে। পরবর্তীতে পুলিশ প্রশাসনের মাধ্যমে তানজিলার লাশ সহ জামাতা জহিরুল ইসলাম জনিকে থানায় নিয়ে আসা হয় এবং ৮ আগস্ট রাতে ছেলে  মো. সাইফুর রহমান বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা দায়ের করে। বক্তারা বলেন, দাবিকৃত যৌতুক দিতে না পাড়ায় গত ৮ আগস্ট শ্বশুড় বাড়িতে ৯ মাসের অন্তঃস্বত্তা তানজিলাকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়। তানজিলা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বগুড়ায় কর্নসাটে মেহেদী হত্যা মামলার আসামি রকি গ্রেফতার

পবিপ্রবিতে র‌্যাগিং ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন