এবার মুরগির মাংসে করোনা শনাক্ত!

এবার মুরগির মাংসে করোনা শনাক্ত!

ব্রাজিল থেকে আমদানি করা হিমায়িত মুরগির মাংসে করোনা ভাইরাস শনাক্ত করেছে চীন। চীনের শেনজেন শহর কর্তৃপক্ষ বৃহস্পতিবার একটি নোটিসে এমনটি জানিয়েছে।

স্থানীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, গত জুন মাসে চীনের জিনফাদি সামুদ্রিক খাবারের বাজার থেকে করোনার নতুন সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রতিনিয়ত তারা মাংস এবং সামুদ্রিক খাবারের পরীক্ষা চালান। সম্প্রতি তেমন পরীক্ষাতেই ব্রাজিল থেকে আসা হিমায়িত মুরগির একটি ডানা পরীক্ষা করে করোনা শনাক্ত করা হয়।

এদিকে এই ঘটনার পর শেনজেন শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ ওই খাদ্য পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট সকলের করোনা পরীক্ষা করিয়েছে। তবে কারো দেহেই করোনা শনাক্ত হয়নি।

এ ঘটনায় চীনের ব্রাজিল দূতাবাসের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। রয়টার্স।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি